ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে প্রান্তিক কৃষকের মাঝে ধানের চারা ও সার বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1782148 জন

  • নিউজটি দেখেছেনঃ 1782148 জন
মিরসরাইয়ে প্রান্তিক কৃষকের মাঝে ধানের চারা ও সার বিতরণ
সংবাদদাতার পাঠানো ছবি।

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় প্লাবিত হয়ে আমন ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়া ৪১ জন প্রান্তিক কৃষকের মাঝে ধানের চারা ও সার বিতরণ করেছে অদম্য যুব সংঘ নামের একটি সেচ্ছাসেবি সংগঠন।

 

শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ ঈদগাহ মাঠে স্থানীয় ৪১ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধানের চারা ও ৮ কেজি করে টিএসপি সার বিতরণ করে সংগঠনটি। ধানের চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।


এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, স্থানীয় সমাজসেবক আবু সুফিয়ান, নুর উদ্দিন, সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া ও সাবেক সহ সভাপতি দিদারুল আলমসহ সংগঠনের সদস্যরা ।  


অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ জানান, বন্যায় আমন ধানের বীজতলা নষ্ট হওয়া কৃষকদের দূর্ভোগের কথা চিন্তা করে আমরা সুদূর বগুড়া থেকে ধানের চারা সংগ্রহ করি। শুক্রবার সকালে উপজেলার রহমতাবাদ ঈদগাহ মাঠে ৪১ জন কৃষকের মাঝে রোপা আমন ব্রি-৩৪ ধানের এসব চারা ও টিএসপি সার বিতরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ