ঢাকা
খ্রিস্টাব্দ

লন্ডনে বিজয় দিবসে চিরকুটের উন্মুক্ত কনসার্ট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| বিনোদন ডেস্ক
বিনোদন
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২.২২ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1294222 জন

  • নিউজটি দেখেছেনঃ 1294222 জন
লন্ডনে বিজয় দিবসে চিরকুটের উন্মুক্ত কনসার্ট
ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুট এর একক কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয় সব গান সরাসরি শুনবে লন্ডনের শ্রোতারা।


যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সট স্টেজ ইভেন্টস-এর কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।



তিনি জানান, নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ড-এর মে ফেয়ার ভেন্যুতে ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে চারটা থেকে রাত দশটা অব্দি চলবে এই কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোনও টিকিট। তবে, এই লিংকে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।



কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশান করবে চিরকুট।


দলনেতা সুমী বলেন, ‘বাংলাগানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্নসময়। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সাথে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।’



এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে করেন ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।


চিরকুট জানায়, কনসার্ট শেষে দেশে ফিরে ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে দলটি।  


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| বিনোদন ডেস্ক
বিনোদন
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২.২২ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২.২২ পূর্বাহ্ন