ঢাকা
খ্রিস্টাব্দ

সেদ্ধ চাল

ভারত থেকে আসছে ২৪,৬৯০ মেট্রিক টন চালের নতুন চালান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ৬.০৩ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ৬.০৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1242476 জন

  • নিউজটি দেখেছেনঃ 1242476 জন
ভারত থেকে আসছে ২৪,৬৯০ মেট্রিক টন চালের নতুন চালান
সংগৃহীত ছবি।

ভারত থেকে ২৪,৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশে পৌঁছাবে, যা উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় আমদানি করা হচ্ছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে ভারত থেকে আসা প্রথম চালান। বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানান।


তিনি বলেন, ভারত থেকে আসা এই চালের চালানটি আগামীকাল বাংলাদেশে পৌঁছাবে। এটি অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত থেকে আসা প্রথম চালান।


এমভি তানাইস ড্রিম জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানান ইমদাদ ইসলাম। এছাড়া, তিনি উল্লেখ করেন, ১১ নভেম্বর স্বাক্ষরিত চুক্তির অধীনে এটি ভারত থেকে আমদানি করা সেদ্ধ চালের প্রথম চালান।


তিনি আরও জানান, চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে এবং ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ৬.০৩ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ৬.০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ