ঢাকা
খ্রিস্টাব্দ

উত্তর কোরিয়া সম্পর্ক আরও দৃঢ় করতে চায় রাশিয়ার সঙ্গে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1209839 জন

  • নিউজটি দেখেছেনঃ 1209839 জন
উত্তর কোরিয়া সম্পর্ক আরও দৃঢ় করতে চায় রাশিয়ার সঙ্গে
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছেন।  সোমবার (৩০ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে তিনি এ ইচ্ছার কথা জানান। উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।  



চিঠিতে কিম জং উন পুতিন এবং রাশিয়ার সামরিক ও বেসামরিক জনগণের উদ্দেশে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে বিদায়ী বছরে একাধিক উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি আগ্রহী।  


কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, কিম ২০২৫ সালকে একবিংশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখার আশা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন, রুশ সেনাবাহিনী নব্য নাৎসিবাদকে প্রতিহত করে বিজয় অর্জন করবে।  



২০২৪ সালের জুন মাসে কিম ও পুতিন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, এক পক্ষের ওপর সশস্ত্র আক্রমণ হলে অন্য পক্ষ সামরিক সহায়তা দেবে।  


চুক্তির পর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষ হয়ে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন ও সিউলের দাবি, এ যুদ্ধে সহস্রাধিক উত্তর কোরীয় সেনা আহত বা নিহত হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন