ঢাকা
খ্রিস্টাব্দ

চুরিকাঘাত করে পালিয়েছে দূর্বৃত্তরা

সীতাকুন্ডের ছলিমপুরে শ্রমিকদলের নেতাকে কুপিয়ে হত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

কবির শাহ্ দুলাল | বিশেষ সংবাদদাতা
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১১.২৯ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১১.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1206283 জন

  • নিউজটি দেখেছেনঃ 1206283 জন
সীতাকুন্ডের ছলিমপুরে শ্রমিকদলের নেতাকে কুপিয়ে হত্যা
মো. মীর আরমান হোসেন রানা। -সংবাদদাতা প্রেরিত ছবি।

সীতাকুণ্ডে এক শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মো. মীর আরমান হোসেন রানা (৩৫)। তিনি ছলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও সমাজ লটকাঁতলী জামে মসজিদের সভাপতি ছিলেন। এই ঘটনা আজ বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার জঙ্গল ছলিমপুর ছিন্নমুল ৫নং সমাজ লৌহার ব্রিজ এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরমান হোসেন রানা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। হঠাৎ তার মোবাইল ফোনে একটি কল এলে তিনি দোকান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তিনি চিৎকার করে "বাঁচাও, বাঁচাও" বলতে থাকেন। পরে স্থানীয়রা দেখতে পান, দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন অংশে গুরুতর চুরিকাঘাত করেছে এবং তারা পালিয়ে যাচ্ছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফৌজদারহাট পুলিশ ইনচার্জ সোহেল রানা বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।"

এদিকে, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানিয়েছেন, মীর আরমান হোসেন রানা হত্যার ঘটনা সত্য। তিনি জানান, নিহতের পরিবার এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি, তবে এ ঘটনায় মামলা হবে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

কবির শাহ্ দুলাল | বিশেষ সংবাদদাতা
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১১.২৯ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১১.৪৬ অপরাহ্ন