ঢাকা
খ্রিস্টাব্দ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে শিবচরে লিফলেট বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ৬.০৪ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ৬.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1158163 জন

  • নিউজটি দেখেছেনঃ 1158163 জন
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে শিবচরে লিফলেট বিতরণ

মাদারীপুরে শিবচর উপজেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।


শনিবার (১১ জানুয়ারি) সকালে শিবচর পাঁচ্চর ইউনিয়ন থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। পাঁচ্চর, পৌর বাজার, পৌর সুপার মার্কেট ও কলেজ মোড়ে ঘুরে ঘুরে এ লিফলেট বিতরণ করা হয়।


লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন। ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।


এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার নাসির, এস এ রবিন, সোহরাব, রাকিব ইসলাম। মাদারিপুর থেকে কাজী বেবী কনা, শিবচর উপজেলার আবু বক্কর সিদ্দিক, মোঃ রিয়াজ রহমান, মোঃ শাকিল খান, মহিউদ্দিন মাতুব্বর, শান্তনু রাজু, সেলিম মোল্লা, রুবেল, হৃদয়, সোহেল রানা , মাহাবুব খান, দুলাল শেখ, শেখ মাসুদ, মাফিন রহমান, ইমরান ও ডিএম আরিফ সহ স্থানীয় ছাত্র জনতা। এ সময় তারা সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন।


এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্র জারির দাবি করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য স্বীকৃতি, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের বিচার, বর্তমান সংবিধান বাতিল এবং ১৯৭১ ও ২০২৪-এর চেতনাকে ধারণ করার জন্য নতুন সংবিধান দাবি করছি। ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।


সরকার যে ঘোষণাপত্র দিতে চেয়েছে তাতে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরা হয়েছে এই লিফলেটে। এগুলো হলো-

 জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা; ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ করা, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা; সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা; সব ধরনের বৈষম্য দূর করে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি প্রদান এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ৬.০৪ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ৬.০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ