ঢাকা
খ্রিস্টাব্দ

চাপের মুখে তিন খাতের ভ্যাট কমানোর সিদ্ধান্ত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1140368 জন

  • নিউজটি দেখেছেনঃ 1140368 জন
চাপের মুখে তিন খাতের ভ্যাট কমানোর সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

তিন খাতে ভ্যাট কমতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, চাপের মুখে এ সিদ্ধান্ত থেকে আংশিক সরে আসার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।


চলতি অর্থবছরের মাঝপথে হঠাৎ করে অর্ধশতাধিক পণ্য ও সেবার বিপরীতে ভ্যাট বাড়িয়েছে এনবিআর। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণ মানুষ অর্থনৈতিক খাতে স্বস্তির প্রত্যাশা করলেও অস্বস্তি ক্রমে বাড়ছে।  এর মধ্যে ভ্যাট বাড়ানোয় তা ক্ষোভের সৃষ্টি করেছে। তাই এ সিদ্ধান্ত থেকে আংশিক সরে আসার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। 



 এনবিআর সূত্র জানায়, বিভিন্ন পণ্য ও সেবার বিপরীতে ভ্যাট বাড়ানো হলেও এখন ভ্যাট হার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল খাতের ওপর বাড়তি করের খড়্গ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।



জানা গেছে, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ভ্যাট ইস্যুতে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আলোচনা শেষে অর্থ উপদেষ্টা ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল খাতের ওপর দ্রুততার সঙ্গে ভ্যাট কমাতে এনবিআর চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন।


এর আগে এক অধ্যাদেশ জারি করে অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ভ্যাট হার ২.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। রেস্তোরাঁ ব্যবসায় এক লাফে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয় ভ্যাট।



মোবাইল ফোনের সিম ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করায় এর প্রভাব পড়েছিল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে।


 

এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আইএমএফের চাপ ও রাজস্ব আদায় বাড়াতে অনেক পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছিল। তবে এখন জনগণের তোপের মুখে সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১০.০৬ অপরাহ্ন