ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই

বনভোজনের পথে শিক্ষার্থীদের বাস দুর্ঘটনায় নিহত- ১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ২.২৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ২.২৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1108754 জন

  • নিউজটি দেখেছেনঃ 1108754 জন
বনভোজনের পথে শিক্ষার্থীদের বাস দুর্ঘটনায় নিহত- ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাস, -ছবি।

চট্টগ্রামের মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষা সফরে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকৃত একটি কলেজ বাস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরের দিকে ছিটকে পড়ে, এতে সড়কের পাশে থাকা একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি বাসটির নিচে চাপা পড়ে নিহত হন। এই দুর্ঘটনায় বাস চালক এবং শিক্ষার্থীসহ ৬ জন আহত হন। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে কলেজ শিক্ষার্থী শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আশিক এবং আঁখি রয়েছেন, তবে অন্যান্য আহতদের পরিচয় এখনও জানা যায়নি। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে হাদি মূসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনা কবলিত বাসে থাকা নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে দুটি বাসে করে বৃহস্পতিবার রাত বারোটায় নারায়ণগঞ্জ থেকে প্রথমে রাঙামাটি ও পরে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। পথে মিরসরাই উপজেলায় সম্ভবত সড়কের উপরে উঠে যাওয়া মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে আমাদের বাসটি সড়কের বাইরে ছিটকে পড়ে। বাসে আমরা শিক্ষক শিক্ষার্থী মিলে ৪০ জন ছিলাম। দুর্ঘটনায় বাসের চালক ও আমাদের শিক্ষার্থীসহ ছয় জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। চালক বাঁচাতে চাওয়া সেই মানসিক প্রতিবন্ধী ব্যক্তি বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।


এ বিষয়ে জানতে চাইলে দুর্ঘটনাস্থলে থাকা জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. জিয়াউদ্দিন বলেন  মিঠাছাড়া বাজার এলাকায় কলেজ শিক্ষার্থীদের বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে শুনে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে উদ্ধার কাজে অংশ নিয়ে বাসের চালক শিক্ষার্থীসহ ৬ জনকে উদ্ধার করেছি আমরা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা তার পরিচয় সনাক্ত করতে চেষ্টা করছি। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ২.২৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ২.২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ