ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির চেষ্টায় ১১ জন আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ২.০৬ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ২.০৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1103246 জন

  • নিউজটি দেখেছেনঃ 1103246 জন
চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির চেষ্টায় ১১ জন আটক

চট্টগ্রাম মহানগরে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া বারটায়  নগরের খুলশী এলাকায় এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন- মোজাহের আলম (৫৫), মহি উদ্দিন (৪৫), মো. হোসাইন (৪২), মো. রোমেল (৪১), আবদুস সবুর (৩৭), মো. ওয়াজেদ (৩৬), আবদুল মান্নান (৩৫), মো. ইয়াকুব (৩৫), শওকত আকবর (২৮), রুবেল হোসেন (২৫) ও ওসমান (২৪)। এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির উপ-কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ।


পুলিশ জানায়, একটি মাইক্রোবাস নিয়ে ১৩ জনের ডাকাত দল খুলশী ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবনের সামনে এসে নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদেরকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেয়।এরপর তারা নিরাপত্তারক্ষীদের আটকে রেখে ৮ম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। বাসার দরজা ভেঙে ভেতরে গিয়ে লুটপাট শুরু করে। ওই সময় গিয়াস উদ্দিন বাসায় ছিলেন না। 


এ অবস্থায় ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দিলে খুলশী থানা পুলিশ এসে ১১ জনকে আটক করে। এসময় দুজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ২.০৬ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ২.০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ