ঢাকা
খ্রিস্টাব্দ

মীরসরাইয়ে আ.লীগ নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, অফিস ভাংচুর ও নগদ অর্থসহ লুটপাটের অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি (মিরসরাই) ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1758827 জন

  • নিউজটি দেখেছেনঃ 1758827 জন
মীরসরাইয়ে আ.লীগ নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, অফিস ভাংচুর ও নগদ অর্থসহ লুটপাটের অভিযোগ
হামলা ঘটনার পর ‘মেহেদি হাছান ব্রিকস ম্যানুফ্যাকচারিং’ -এর একসাথে করা কিছু স্থির চিত্র।

চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মেহেদি হাছান ব্রিকস ম্যানুফ্যাকচারিং এর স্বত্বাধিকারী কামরুল হোসেন’র ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত।


কামরুল হোসেন জানান, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ ঘটিকায় তাঁর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামে অবস্থিত মেহেদি হাছান ব্রিকস ম্যানুফ্যাকচারিং অফিস তছনছ করে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা, কাগজপত্র, ডকুমেন্ট, টিভি ২ টি, সিসি ক্যামেরা, ফ্যান ৪ টি, মোটর ৩টিসহ ব্রিকস ফিল্ডে ব্যবহারিত সরঞ্জামাদি নিয়ে যায়।


এসময় ব্রিক ফিল্ডে থাকা সিকিউরিটিদেরও মারধর করে এবং দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি মো. বেলাল মেস্তরীর মোবাইল ফোন ভাংচুর করা হয় বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, অফিসটি দ্বিতীয় তলা বিশিষ্ট। নিচ থেকে উপর পর্যন্ত কক্ষগুলো ভাংচুরও তছনছ করা হয়। অনেকগুলো নথিযুক্ত ফাইলের কাগজপত্র, ফাইল নিচে নষ্ট করা হয়ে পড়ে আছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলা আছে। ভাংচুর করা হয় আলমারি এবং সম্মানি ক্রেস্ট সমূহ। ভাংচুর করা বৈদ্যুতিক পাখাসহ অনেক আসবাবপত্র নিচে পড়ে থাকতে দেখা যায়।


মেহেদি হাছান ব্রিকস ম্যানুফ্যাকচারিং এর স্বত্বাধিকারী কামরুল হোসেন জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নাই। অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ‍তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি (মিরসরাই) ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন