ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে ঝরনায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, লাশ ‍উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1751731 জন

  • নিউজটি দেখেছেনঃ 1751731 জন
মিরসরাইয়ে ঝরনায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, লাশ ‍উদ্ধার
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ঝরনার কূপে পড়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট এলাকার রূপসী ঝরনায় এই দুর্ঘটনা ঘটে।


মৃত্যুবরণকারী শিক্ষার্থীরা হলেন মুসফিকুর রহমান আদনান (২১) এবং মাহবুব রহমান মুত্তাকিম (২১)। আদনান ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র এবং মাহবুব নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।


স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত উদ্ধার অভিযান চালান এবং পরে উভয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেন।


আদনানের খালাত ভাই আফিফুর রহমান জানিয়েছেন, তারা একটি বন্ধুবান্ধবের দল নিয়ে ঝরনায় ঘুরতে গিয়েছিলেন। ছবির জন্য কূপের কাছে যাওয়ার সময় মুত্তাকিম পড়ে গেলে আদনান তাকে উদ্ধার করতে যান, কিন্তু তিনিও কূপে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান চালানো হয়।


নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো: মমিন বলেন জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন