ঢাকা
খ্রিস্টাব্দ

জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1750037 জন

  • নিউজটি দেখেছেনঃ 1750037 জন
জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।


জোরারগঞ্জ থানা শাখার অগ্রসর কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বৈঠক শুক্রবার (৪ অক্টোবর) বারইয়ারহাট কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদী এবং পরিচালনায় ছিলেন প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসেন।


বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, যিনি তার বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা অধ্যাপক বোরহান উদ্দিন, যিনি কর্মীদের মধ্যে একতা ও সংহতির গুরুত্ব তুলে ধরেন।


এ ছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা বাইতুল মাল সম্পাদক আবদুল গফুর, প্রচার সম্পাদক মাওলানা আরিফুর রহমান, বারইয়ারহাট পৌরসভার আমীর প্রফেসর আবদুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বৈঠকে সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন