ঢাকা
খ্রিস্টাব্দ

নির্বাচন অগ্রাধিকার: ড. ইউনূসের সঙ্গে বিএনপির সংলাপ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1744220 জন

  • নিউজটি দেখেছেনঃ 1744220 জন
নির্বাচন অগ্রাধিকার: ড. ইউনূসের সঙ্গে বিএনপির সংলাপ
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ অক্টোবর— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের সময় নির্বাচনকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন তিনি। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছে।


আজকের সংলাপে অংশ নিতে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল যমুনায় যায়। সংলাপের মূল বিষয় ছিল নির্বাচন ব্যবস্থা এবং কমিশনের সংস্কার। মির্জা ফখরুল দাবি করেছেন, ‘আমরা জানতে চেয়েছি কবে নির্বাচন হবে এবং এজন্য একটি রোডম্যাপ দিতে বলেছি।’


তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়ার আইন বাতিলের দাবি জানান তারা। এছাড়া বিতর্কিত ব্যক্তিদের নির্বাচন সংস্কার কমিটিতে না রাখার কথা বলেছেন। বিএনপি দাবি করেছে, ২০১৪ সাল থেকে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।


মির্জা ফখরুল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘তিনি নির্বাচনব্যবস্থাকে ধ্বংসের মূল হোতা।’


সংলাপে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান এবং সালাহ উদ্দিন আহমেদ। সরকারের প্রতিনিধিত্ব করেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন