প্রখ্যাত নারী উদ্যোক্তা এবং ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি সম্প্রতি তার অসুস্থ স্বামী শাহাদাৎ হোসাইনকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাঙ্কক নিয়ে গেছেন। শাহাদাৎ বর্তমানে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন।
৭ অক্টোবর, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তনি লেখেন, “আমি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। আমি তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত হলেও আল্লাহর রহমতের আশায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আনিয়ে বাংলাদেশে নিয়ে আসলাম এবং তারপর ব্যাঙ্কক নিয়ে গেলাম।”
তনির স্বামী শাহাদাৎ একজন সফল ব্যবসায়ী। তাদের সম্পর্কের বয়সের ব্যবধান নিয়ে নেটদুনিয়ায় আলোচনা চললেও, তনি তাদের সম্পর্ক নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।
তনির স্বামীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।