ঢাকা
খ্রিস্টাব্দ

শিরিন শিলার জীবনে নতুন অধ্যায়: ঘরোয়াভাবে বিয়ে করলেন নায়িকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;
নিউজটি দেখেছেনঃ 1742716 জন
  • নিউজটি দেখেছেনঃ 1742716 জন
শিরিন শিলার জীবনে নতুন অধ্যায়: ঘরোয়াভাবে বিয়ে করলেন নায়িকা
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা সম্প্রতি স্বামীর পরিচয় প্রকাশ করেছেন। ২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা শিরিন, এর পর থেকে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। তার ব্যক্তিজীবনও গণমাধ্যমে আলোচিত হয়ে থাকে, যেমন গত বছর এক প্রতিবন্ধী ছেলের সঙ্গে ভাইরাল হওয়া ভিডিও।


১০ অক্টোবর সন্ধ্যায়, শিরিন শিলা ঘরোয়াভাবে বিয়ে করেছেন আবিদুল মোহাইমিন সাজিলের সঙ্গে। তাদের বিয়ের অনুষ্ঠান রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সাজিলের সঙ্গে শিরিনের সম্পর্ক ৬ বছরের পুরোনো। সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক এবং ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করেন।


বিয়ের দিনটিকে স্মরণীয় করে তুলে শিরিন বলেন, “আজ থেকে ছয় বছর আগে আমাদের পরিচয় হয়েছিল এবং ঠিক এই দিনে আমরা বিয়ে করলাম। আমরা একে অপরকে ভালোভাবে চিনি এবং অপেক্ষা করছিলাম সঠিক সময়ের।” তিনি আরও জানিয়েছেন, বিয়ের খবরটি জানাতে চেয়েছিলেন পরে, কিন্তু এখন সব কিছু নিয়ে ব্যস্ত।


শিরিন শিলা সর্বশেষ ‘শেষ বাজি’ সিনেমায় কাজ করেছেন, যেখানে তিনি সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম ও অন্যান্যদের সঙ্গে অভিনয় করেছেন।


তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট :