ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপির কঠোর শৃঙ্খলা: ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট, ঢাকা:
নিউজটি দেখেছেনঃ 1734786 জন
  • নিউজটি দেখেছেনঃ 1734786 জন
বিএনপির কঠোর শৃঙ্খলা: ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর
ছবি : সংগৃহীত

দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পথে হাঁটছে বিএনপি। দলের নেতাদের পরিষ্কারভাবে জানানো হয়েছে, যদি কেউ দলের নাম ভাঙিয়ে অবৈধ কার্যকলাপ, চাঁদাবাজি, হুমকি-ধমকি বা দুর্নীতি করে, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।


ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অভিযোগের তালিকা তৈরি করছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় দপ্তর দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে—বহিষ্কার কিংবা শোকজ নোটিশ প্রদান করা হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে, দলীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


নবীন নেতা, সিনিয়র নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য তারেক রহমানের নির্দেশে বিএনপি কার্যকর ভূমিকা পালন করছে, এবং দলীয় ভাবমূর্তি রক্ষায় দলটি কঠোর অবস্থানে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট, ঢাকা:

আপডেট :
সর্বশেষ সংবাদ