ঢাকা
খ্রিস্টাব্দ

সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1736755 জন
  • নিউজটি দেখেছেনঃ 1736755 জন
সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার হয়েছেন।


গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী বিভিন্ন অভিযানে ২২,৯৯৩ জন বিদেশিকে আটক করেছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই অভিযান চালানো হয়।


গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১৪,২৬৯ জন আবাসন আইন, ৫,২৩০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩,৪৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। এছাড়া, অবৈধভাবে সীমান্ত পেরানোর চেষ্টা করার কারণে ১,৩৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিক।


অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার জন্য ৮০ জন এবং আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ১৯ জনকেও আটক করা হয়েছে। ১৫,১৩৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার হওয়া এসব প্রবাসীদের মধ্যে ৭,২১১ জনকে তাদের দেশে ফেরত পাঠানো হবে, ইতোমধ্যে ১১,৯০৭ জনকে ফিরিয়ে নেওয়া হয়েছে।


এ ধরনের ব্যাপক অভিযান সৌদি আরবে নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আপডেট :