ঢাকা
খ্রিস্টাব্দ

তারেক রহমানসহ বিএনপির ৫ নেতা মানহানির মামলায় খালাস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1716919 জন
  • নিউজটি দেখেছেনঃ 1716919 জন
তারেক রহমানসহ বিএনপির ৫ নেতা মানহানির মামলায় খালাস
ছবি- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকার আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের আরও চার নেতাকে পাঁচ বছর আগে লন্ডনের এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় খালাস দিয়েছে।


রবিবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুল রাকিব এই আদেশ দেন। খালাস পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


আদালত সূত্রে জানা যায়, মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল, কিন্তু দীর্ঘদিন কোনো সাক্ষী হাজির না হওয়ায় আসামিপক্ষ মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করেন। আদালত ২৪৭ ধারার অধীনে তাদের খালাস দেন।


২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক মামলাটি দায়ের করেছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট ।।

আপডেট :