ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।
নিউজটি দেখেছেনঃ 1723927 জন
  • নিউজটি দেখেছেনঃ 1723927 জন
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৫ টার দিকে একটি ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মানসিকভাবে অসুস্থ-ভারসাম্যহীন ছিলেন এবং তিনি রেললাইনে ঘুরাফেরা করছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, নারীক রেললাইনে শুয়ে থাকতে দেখলে লোকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি তখন রেললাইনের পাশে হাঁটতে শুরু করেন। কিছুক্ষণ পরেই ট্রেনের ধাক্কায় তার মৃত্যু ঘটে।


সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।

আপডেট :
সর্বশেষ সংবাদ