চট্টগ্রামের মিরসরাইয়ে একটি রেস্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় মারাত্মক হামলার ঘটনা ঘটেছে। ‘মিরসরাই ক্যাফে’ নামক রেস্টুরেন্ট’টিতে সন্ধ্যা ৭টার দিকে ১৫-২০ জনের একটি দল মাস্ক পরে প্রবেশ করে এবং এলোমেলোভাবে ভাঙচুর শুরু করে।
হামলাকারীরা কাস্টমারদের মারধর করে এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলে রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ জানান, তাদের হাতে লাঠি ও চাইনিজ কুড়াল ছিল।
দুষ্কৃতীরা ক্যাশবাক্স থেকে ৬০ হাজার টাকা এবং কম্পিউটার হার্ডডিস্কও চুরি করে নিয়ে যায়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে।