ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জুস ফ্যাক্টরিতে আগুন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।
নিউজটি দেখেছেনঃ 1643819 জন
  • নিউজটি দেখেছেনঃ 1643819 জন
চট্টগ্রামে জুস ফ্যাক্টরিতে আগুন
অগ্নিকান্ডের পর -ছবি।


চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় ‘সজিব জুস ফ্যাক্টরি’ নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটি লোহার কাঠামোর ওপর গড়ে তোলা হয়েছে। এই কারখানায় আগুনের কারণে পাশের একটি আবাসিক ভবনের বেশকিছু বাসিন্দা ধোঁয়ার কারণে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।


ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ খান জানান, ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। খরব পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।তিনি আরও জানান, কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হতে পারিনি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ