ঢাকা
খ্রিস্টাব্দ

পুকুরে ভাসমান অবস্থায় মিলল অভি'র নিথর দেহ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই ।।
নিউজটি দেখেছেনঃ 1604139 জন
  • নিউজটি দেখেছেনঃ 1604139 জন
পুকুরে ভাসমান অবস্থায় মিলল অভি'র নিথর দেহ
ছবি- সৃজল নাথ প্রকাশ অভি।

মিরসরাইয়ের করেরহাটে নিখোঁজের ৪ ঘণ্টা পর পুকুর থেকে সৃজল নাথ প্রকাশ অভি (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৭টার দিকে উপজেলার ছত্তরুয়া গ্রামে মহেন্দ্র দেবনাথের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু সৃজল নাথ প্রকাশ অভি তপন দেবনাথের ছেলে। জানা যায়, ৩ বোন ১ ভাইয়ের মধ্যে অভি সবার ছোট। শিশু অভি'র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাত ভাই তনয় নাথ বলেন, বিকেল থেকে অনেক খোঁজাখুঁজি করি ও পরে স্যোশাল মিডিয়ায় নিখোঁজের বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় অভিকে ভাসতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি মারা গেছে।



জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, করেরহাট ইউনিয়নে এক শিশু নিখোঁজ হওয়ার পর বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ