ঢাকা
খ্রিস্টাব্দ

"‘আওয়াজ উডা’ কীভাবে হয়ে গেল ‘আওয়াজ উড়া’?"

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;
নিউজটি দেখেছেনঃ 1575456 জন
  • নিউজটি দেখেছেনঃ 1575456 জন
"‘আওয়াজ উডা’ কীভাবে হয়ে গেল ‘আওয়াজ উড়া’?"
ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লব নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চলেছে শিল্পকলা একাডেমি। যার নাম ‘আওয়াজ উড়া’। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন।


যেখানে সরাসরি গাইবেন আলোচিত র‌্যাপার হান্নান। বিপ্লবকালে ‘আওয়াজ উডা’ নামের গান বেঁধে যিনি খেটেছেন জেলও। কিন্তু শিল্পকলার এই আয়োজনের নাম নিয়ে খানিক বিভ্রান্তি তৈরি হয়েছে শ্রোতা মনে। অনেকেরই প্রশ্ন, তবে কি আমরা এতদিন ভুল শুনেছি বা জেনেছি! তা না হলে ‘উডা’ (ওঠাও) কেন ‘উড়া’ (ওড়াও) হয়ে গেলো! নাকি শিল্পকলা ভুল করছে! 


একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান এ প্রসঙ্গে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেন। বলেন, ‘‘যে গানটির কথা বলছেন, সেই র‍্যাপার হান্নানও গাইছেন এই আয়োজনে। আন্দোলনের সময় গানে গানে ‘আওয়াজ উডা’ বলে তিনি যে আওয়াজ তুলেছিলেন, সেই আওয়াজটিকেই আমরা এবার আকাশে ওড়াতে চাই। যেন এই আওয়াজ ছড়িয়ে পড়ে সর্বত্র। ফলে আমরা গানের শব্দটি হুবহু কপি করিনি। এই ভাবনা থেকেই আমরা আয়োজনের নাম রেখেছি ‘আওয়াজ উড়া’।’’


সঙ্গে এই পরিচালক জানালেন ‘আওয়াজ উড়া’ আয়োজনের কারণও। তিনি বলেন, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনা নিয়ে এই সন্ধ্যায় আমরা শ্রদ্ধা জানাবো জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে এবং সেই নতুন দিগন্তকে, যার ওপর আজ আমরা দাঁড়িয়ে আছি।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট :