ঢাকা
খ্রিস্টাব্দ

র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৯৫ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1567482 জন
  • নিউজটি দেখেছেনঃ 1567482 জন
র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৯৫ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার


র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍‍্যাব-৭, চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারি মোঃ রুবেল হোসেন’কে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে।
 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুরস্থ র‌্যাব ক্যাম্প সংলগ্ন মদিনা অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি প্রাইভেট কার থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি মোঃ রুবেল হোসেন (২৪), পিতা-হাবিবুল্লাহ, সাং-শালুকিয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামিদের দেখানো ও শনাক্তমতে প্রাইভেট কারের পিছনের ব্যাকডালার ভিতর বিশেষ কৌশলে রক্ষিত এবং আসামি নিজ হাতে বের করে দেয়া মতে ০২টি চটের বস্তা হতে ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ আসামিকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।

 


গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম মোজাফফর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ