ঢাকা
খ্রিস্টাব্দ

চবি রেলস্টেশনে আগুনে পুড়ল দুই দোকান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।
নিউজটি দেখেছেনঃ 1570645 জন
  • নিউজটি দেখেছেনঃ 1570645 জন
চবি রেলস্টেশনে আগুনে পুড়ল  দুই দোকান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে আগুনে পুড়ে গেছে দুইটি দোকান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকান দুটিতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘নোঙর ও স্ট্যাশন জ্যাম’ নামক এই দুটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। শনিবার থেকে চালু হওয়ার কথা ছিল একটি দোকান, এর আগেই লাগে আগুন দোকানটিতে।


এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে প্রাথমিকভাবে ধারণা করছে পায়ার সার্ভিস। তবে শিক্ষার্থীরা বলছে বিষয়টি পরিকল্পিত হতে পারে। এ নিয়ে তদন্ত হওয়া দরকার।


জানা যায়, দোকান দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই পরিচালিত। বেশ কিছুদিন ধরে একটি দোকান বন্ধ ছিলো। আজ থেকে আবারও চালু হওয়ার কথা ছিল। চালুর ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার ব্যবধানেই দোকানটিতে আগুন লাগে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ