ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাম্পের ছবিযুক্ত প্ল্যাকার্ড-পোস্টারসহ গ্রেপ্তার ১০

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এলএসবিডি অনলাইন ডেস্ক রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1549967 জন
  • নিউজটি দেখেছেনঃ 1549967 জন
ট্রাম্পের ছবিযুক্ত প্ল্যাকার্ড-পোস্টারসহ গ্রেপ্তার ১০


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত প্ল্যাকার্ড ও পোস্টারসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার দিবাগত রাতে ডিএমপি উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি অডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তার দলের নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকাযুক্ত প্ল্যাকার্ড নিয়ে মিছিল-সমাবেশ করার নির্দেশ দেন। এ ছাড়া, উদ্ভূত পরিস্থিতিতে ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন।



গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।ডিএমপি আরও জানায়, এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এলএসবিডি অনলাইন ডেস্ক রিপোর্ট ।।

আপডেট :