চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় সিপাহি বিপ্লব ও সংহতি দিবসের জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। জনসমাবেশকে ঘিরে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল। সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে সমাবেশ স্থলের আশপাশের এলাকায়। বাধাগ্রস্ত হয়ে পড়ে মহাসড়কের স্বাভাবিক গাড়ি চলাচলও। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টায় সমাবেশটি শুরু হয় মিরসরাই সদর থানার পশ্চিম পাশের খোলা মাঠে। মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, কাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদুল হোসাইন, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ৫ আগষ্টের গন অভ্যুত্থান এক মাসের কিংবা এক সপ্তাহের আন্দোলনের ফসল নয় এই আন্দোলন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুপরিকল্পিত সুদীর্ঘ স্বৈরাচার আওয়ামী সরকার বিরোধী সংগ্রামের চুড়ান্ত ফসল। বিএনপি নেতা কর্মীদের গুম খুন জেল জুলুম নির্যাতন নিপীড়ন বিরোধী আন্দোলনের চূড়ান্ত ফসল ৫ই আগষ্টের এই চুড়ান্ত বিজয়। এই বিজয় বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের বিজয়। অর্ধশতাধিক যুবদল ছাত্রদল নেতাকর্মীর জীবনের বিনিময়ে এই বিজয়। এই বিজয়কে আমরা বৃথা যেতে দেব না।
দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে এনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের প্রধানমন্ত্রী বানাতে পারলেই এই বিজয়ের সফলতা আসবে। আগামী নির্বাচন পর্যন্ত এই একটি লক্ষ উদ্দেশ্যকে নিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মনেপ্রাণে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যের পর মিরসরাইয়ের স্বরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নুরুল আমিন চেয়ারম্যান। বিক্ষোভ মিছিলে প্রায় অর্ধলক্ষাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করে প্রায় ৩ কিলোমিটার সংযুক্ত থাকে মিছিলটি। অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকদের মিছিলের বহরটি মিরসরাই থেকে শুরু হয়ে বড়তাকিয়া গিয়ে শেষ হয়।