ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামের রাউজানের শীর্ষ সন্ত্রাসী কোতোয়ালী থেকে গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ৩.০২ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ৩.০২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1430742 জন

  • নিউজটি দেখেছেনঃ 1430742 জন
চট্টগ্রামের রাউজানের শীর্ষ সন্ত্রাসী কোতোয়ালী থেকে গ্রেফতার

চট্টগ্রামের রাউজান থানার একাধিক হত্যা এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে মহানগরী থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ ২২ বছর পর সোমবার রাত পৌনে ১টায় কোতোয়ালী থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী আজিজুল হককে (৫১) গ্রেফতার করে করেছে র‌্যাব-৭।আজিজুল রাউজান উপজেলাার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের আবদুল মোনাফের ছেলে।


র‌্যাব জানায়, বছরের পর বছর বিদেশে আত্মগোপনে থাকলেও ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে ফিরেন এই সন্ত্রাসী। নিজেকে বিএনপির নেতা দাবি করে রাউজানে সাঁটানো হয় পোস্টারও। তিনি দেশে ফেরার পর বিগত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাউজান ফিরে লুটপাট, চাঁদাবাজিসহ নানা অপকর্ম শুরু করে। সর্বশেষ এক সিআইপির কাছ থেকে চাঁদা দাবি করে না পেয়ে অগ্নিসংযোগ, লুটপাট চালায়।


র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাম্মেল হোসেন জানান, কোতোয়ালী থানাধীন হোটেল সোনালীর সামনে অবস্থান করছে শীর্ষ সন্ত্রাসী আজিজুল; এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে সূত্রে বর্ণিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। এছাড়াও সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২২ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।


 গ্রেফতার আসামি আজিজুলের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতি সংশ্লিষ্ট ১২টি মামলার তথ্য পাওয়া গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ৩.০২ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ৩.০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ