ঢাকা
খ্রিস্টাব্দ

হিজবুল্লাহ-ইসরাইল স্থায়ী যুদ্ধ বিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতৃবৃন্দের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
ঢাকা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১.৩০ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১.৩০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1417187 জন

  • নিউজটি দেখেছেনঃ 1417187 জন
হিজবুল্লাহ-ইসরাইল স্থায়ী যুদ্ধ বিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতৃবৃন্দের
ছবি : সংগৃহীত

লেবাননের গেরিলা গোষ্টি হিজবুুল্লাহ ও ইসরাইলের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা।


ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাধারণ জনগণের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। একইসঙ্গে তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তির ও আহ্বান জানিয়েছেন।


যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় পক্ষকেই শান্তির লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি মনে চলতে হবে। কোনোভাবেই যাতে চুক্তি লঙ্ঘন না হয় সেদিকে উভয়কে দৃষ্টি রাখতে হবে।


ইসরাইল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুৃক্তি চড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রেঁাঁকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যদি হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে তাহলে আমরাও আবার আঘাত হানতে বাধ্য হবো।


ইউরোপীয় ইউনিয়ন প্রধান উরসুলা ভনদার লিয়েন চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘খুবই উৎসাহব্যঞ্জক খবর।’ তিনি বলেছেন, চুক্তির ফলে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।


জার্মানির পররাষ্ট্র মন্ত্রী চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘খুবই সুখবর। শুধু তাই নয় এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।’


এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা পুন:প্রতিষ্ঠার একটি মৌলিক পদক্ষেপ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
ঢাকা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১.৩০ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১.৩০ অপরাহ্ন