চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ছেলের বিয়ের অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকা অবস্থায় আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করেছে পুলিশ। জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একদল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ উপস্থিত হয়ে ফখরুল আনোয়ারকে তুলে নিয়ে যায়। শনিবার (১ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। এ ঘটনায় সামজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা-সমালোচনা।
ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য খাতিজাতুল আনোয়ার সনির চাচা। অনুষ্ঠান চলাকালীন সময় একদল আন্দোলনকারী ফখরুল আনোয়ারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং তারা কনভেনশন সেন্টারটি ঘেরাও করে। এরপর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আর্মি সদস্যরা উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং সেগুলোর বিষয়ে তদন্ত চলছে।