ঢাকা
খ্রিস্টাব্দ

মে দিবসে নোয়াখালী-৫ আসনে প্রার্থিতা ঘোষণা করলেন হাসনা মওদুদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জয়া হাসান | সংবাদদাতা
নোয়াখালী
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.০৩ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 802246 জন

  • নিউজটি দেখেছেনঃ 802246 জন
মে দিবসে নোয়াখালী-৫ আসনে প্রার্থিতা ঘোষণা করলেন হাসনা মওদুদ

বৃহস্পতিবার (১ মে) কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এ এইচ সি উচ্চ বিদ্যালয় গেটের সামনে উপজেলা শ্রমিক দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষার জন্য আমি রাজনীতিতে সক্রিয় হচ্ছি। আপনাদের দোয়া ও সমর্থন চাই।"  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলালসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। ভাঙনকবলিত অঞ্চল ঘুরে দেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেন তিনি এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য হাসনা জসিম উদ্দিন মওদুদ একজন বাংলাদেশী লেখক, পরিবেশবাদী এবং অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ। তিনি ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ডেটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জয়া হাসান | সংবাদদাতা
নোয়াখালী
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.০৩ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ৭.০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ