ঢাকা
খ্রিস্টাব্দ

দ্বিতীয় বারের মতো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত অ্যালবানিজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
রবিবার, ০৪ মে ২০২৫, ১.৪৮ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০৪ মে ২০২৫, ১.৪৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 781976 জন

  • নিউজটি দেখেছেনঃ 781976 জন
দ্বিতীয় বারের মতো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত অ্যালবানিজ
অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর ৩ মে সিডনিতে লেবার পার্টির নির্বাচনী রাতের আয়োজনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি অ্যালবানিজ।


শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন।


অ্যালবানিজ হচ্ছেন গত দুই দশকে প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী, যিনি পরপর দুই মেয়াদে জিতলেন।


সিডনিতে এদিন লেবার পার্টির বিজয়োৎসবে সমর্থকরা উল্লাস ও আবেগে একে অপরকে জড়িয়ে ধরেন। সেখানে অ্যালবানিজ বলেন, তার দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।


তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, আমাদের সরকার অস্ট্রেলীয় পথ বেছে নেবে। কারণ আমরা গর্বিত-আমাদের পরিচয় ও আমরা এ দেশে যা কিছু একসঙ্গে গড়েছি, তার জন্য।


অ্যালবানিজ বলেন, অস্ট্রেলীয়রা ন্যায্যতার পক্ষে রায় দিয়েছেন এবং ‘প্রতিকূলতার মুখেও সাহস দেখানোর শক্তি ও বিপন্নদের প্রতি সদয় হওয়ার মনোভাবের’ পক্ষে ভোট দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
রবিবার, ০৪ মে ২০২৫, ১.৪৮ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০৪ মে ২০২৫, ১.৪৮ পূর্বাহ্ন