ঢাকা
খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত : জিএম কাদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১.৪৯ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 786203 জন

  • নিউজটি দেখেছেনঃ 786203 জন
খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত : জিএম কাদের

দীর্ঘ দিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত এবং আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি বলে মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।মঙ্গলবার (৭ মে) এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।


জিএম কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার মতো বিজ্ঞ-অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ। জণগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বলে আমাদের প্রত্যাশা।


বিবৃতিতে বলেছেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা আইন শৃংখলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। পরস্পরের প্রতি ঘৃণা-বিদ্বেষ, রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটছে। দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১.৪৯ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১.৪৯ অপরাহ্ন