ঢাকা
খ্রিস্টাব্দ

‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’

আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ৯.১৯ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ৯.১৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 742173 জন

  • নিউজটি দেখেছেনঃ 742173 জন
আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের

আত্মপ্রকাশ ঘটেছে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে নতুন রাজনৈতিক প্লাটফর্মের। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলী আহসান জুনায়েদ।


কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হয়। জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবা নতুন এ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন।


নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। এ ছাড়াও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র হিসেবে রয়েছেন শাহরিন সুলতানা ইরা।


আত্মপ্রকাশ অনুষ্ঠানে মোট ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন আপ বাংলাদেশের নেতারা।


প্লাটফর্মটির উদ্যোক্তারা বলছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্লাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা।


এছাড়া দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে প্লাটফর্মটি। এছাড়া, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়তে প্লাটফর্মটি কাজ করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ৯.১৯ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ৯.১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ