ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’, লাখো তরুণের ঢল

কর্মসূচির মূল লক্ষ্য তরুণ সমাজকে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ১০ মে ২০২৫, ৪.০৮ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১০ মে ২০২৫, ৪.০৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 734644 জন

  • নিউজটি দেখেছেনঃ 734644 জন
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’, লাখো তরুণের ঢল
-ছবি, চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’।


চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে শনিবার (১০ মে) দুপুর ২টায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে প্রায় ৫ লাখ তরুণের সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার তিনি চট্টগ্রাম পৌঁছালে শাহ আমানত বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য তরুণ সমাজকে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, "এই কর্মসূচির প্রতিটি ধাপে গুরুত্ব পাবে বিষয়ভিত্তিক পলিসি ডায়লগ—যার মধ্যে রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ এবং রাজনৈতিক অধিকারসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু।"


সমাবেশ সফল করতে আগেই থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে প্রস্তুতি সভা ও প্রচারণা চালানো হয়েছে। মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ জানান, “শহরের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালিয়েছি এবং তরুণদের বিপুল সাড়া পেয়েছি। লাখো তরুণ বিএনপির প্রতি তাদের সমর্থন জানাবে আজকের ময়দান থেকে।”


চট্টগ্রাম বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিচ্ছেন এই সমাবেশে। পলোগ্রাউন্ড ও আশপাশ এলাকা সকাল থেকেই তরুণদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ১০ মে ২০২৫, ৪.০৮ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১০ মে ২০২৫, ৪.০৮ অপরাহ্ন