ঢাকা
খ্রিস্টাব্দ

ধর্ষণ ও অপহরণ মামলায় কণ্ঠশিল্পী নোবেল কারাগারে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৪.১৪ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৪.১৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 675588 জন

  • নিউজটি দেখেছেনঃ 675588 জন
ধর্ষণ ও অপহরণ মামলায় কণ্ঠশিল্পী নোবেল কারাগারে


ধর্ষণ ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।


ডেমরা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, নোবেল রাজধানীর ইডেন কলেজের এক ছাত্রীকে সাত মাস ধরে নিজ বাসায় আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ করেছেন। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে।


মঙ্গলবার আদালতে নোবেলকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইলামনি। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।


ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান জানান, সোমবার (২০ মে) রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গাড়িযোগে পালিয়ে যাওয়ার সময় নোবেলকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ছাত্রীর জবানবন্দি ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পদক্ষেপ নেওয়া হয়েছে।


ঘটনাটি সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এক সময় জনপ্রিয়তা পাওয়া এই কণ্ঠশিল্পীর বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগে অনেকেই হতবাক হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৪.১৪ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৪.১৪ অপরাহ্ন