ঢাকা
খ্রিস্টাব্দ

অভিনেতা সমু চৌধুরীর ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেলো

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১.৩৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১.৩৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 570190 জন

  • নিউজটি দেখেছেনঃ 570190 জন
অভিনেতা সমু চৌধুরীর ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেলো
সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তরের আগে গফরগাঁওয়ের ইউএনও তার সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ মিসকিনের মাজারে এক বটবৃক্ষের তলায় মাদুর পেতে খালি গায়ে শুয়ে আছেন নাট্যকার ও অভিনেতা সমু চৌধুরী, তার পরনে কেবলমাত্র একটা গামছা।  বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার এরকম কিছু ছবি ছড়িয়ে পড়ে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


এমতাবস্থায় অভিনেতাকে এভাবে দেখে দুশ্চিন্তায় পড়ে যান তার ভক্তরা। কেউ কেউ মনে করেন, শারীরিকভাবে অসুস্থ কিংবা মানসিক ভারসাম্য হারিয়েছেন সমু। এতে নানা আলোচনার সৃষ্টি হলে দ্রুত পদক্ষেপ নেয় অভিনয়শিল্পী সংঘ৷ স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়, তাকে উদ্ধার করতে হাজির হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।


প্রায়ই দেশের বিভিন্ন মাজারে ঘুরতে যান সমু, তাই গত বুধবার রাতে অভিনেতা গিয়েছিলেন শাহ মিসকিনের মাজারে। জানা যায়, অতিরিক্ত পোশাক না থাকায় বৃহস্পতিবার সকালে নিজের পরিহিত জামা-কাপড় ধুয়ে দেন এবং গামছা পরে মাজারের একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন সমু। উঠে দেখেন, তার এই অবস্থা সারাদেশে ভাইরাল! 


এরপর ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, উপজেলা প্রশাসনের কর্তা ব‍্যক্তিদের সঙ্গে খোশগল্পে সময় কাটাচ্ছেন সমু। এছাড়াও সাংবাদিকদের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হতেও দেখা যায় অভিনেতাকে।



এরপর দিবাগত রাত তিনটার দিকে সমু চৌধুরীর কাছে যান তার চাচাতো ভাই রাইসুল ইসলাম এবং অভিনয়শিল্পী সংঘের দুই সদস্য সুজাত শিমুল ও জুলফিকার চঞ্চল। পরে প্রশাসনের উপস্থিতিতে সমু চৌধুরীকে পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়, তিনি মধ্যরাতেই ফিরে আসেন ঢাকায়।


কিন্তু এখানেই শেষ নয়, দিনভর এই নাটকীয়তার পর ঢাকায় ফিরে এক আবেগঘন সিদ্ধান্ত নেন সমু চৌধুরী। জানা যায়, যশোরে মায়ের কাছে ফিরে যান এই অভিনেতা। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় ফিরে শুক্রবার (১৩ জুন) সকালেই যশোরের পথে রওনা হন সমু। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার চাচাতো ভাই রাইসুল ইসলাম। তার অভিমত, দীর্ঘদিন পর মায়ের কোলে ফিরে সব বিভ্রান্তি ভুলে শান্তির পরশ খুঁজে পেতেই নাকি এই সিদ্ধান্ত অভিনেতার।



রাইসুল জানান, সকাল ১০টার দিকে সমু চৌধুরীকে নিয়ে যশোরের নতুন বাজারের আরএন রোডের বাসায় পৌঁছান। তার কথায়, ‘সারা রাত জার্নি করার কারণে ভাইয়া এখন বিশ্রাম নিচ্ছেন। মায়ের কাছে আছেন।’ 


রাইসুল এও জানান, সমু চৌধুরী মাজারভক্ত। কাজ না থাকলে প্রায় সময় তিনি মাজারে যান। এবার ঈদ কাটিয়েছেন যশোরে, মায়ের সঙ্গে। ঈদের ছুটি শেষে গত মঙ্গলবার যশোর থেকে ঢাকার মিরপুরের বাসায় ফেরেন তিনি। পরদিন পরিচিত একজনের সঙ্গে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে যান, এক কাপড়ে। তিনি অভিনেতা হলেও সাদামাটা জীবনে অভ্যস্ত।



প্রসঙ্গত, নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১.৩৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১.৩৮ অপরাহ্ন