ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই

ঘড়ি মার্কেট প্রিমিয়ার লিগের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, সুপার স্টার চ্যাম্পিয়ন - শাকিব সেরা খেলোয়াড়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
শনিবার, ১৪ জুন ২০২৫, ১২.২৭ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ১৪ জুন ২০২৫, ১২.২৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 569523 জন

  • নিউজটি দেখেছেনঃ 569523 জন
ঘড়ি মার্কেট প্রিমিয়ার লিগের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, সুপার স্টার চ্যাম্পিয়ন - শাকিব সেরা খেলোয়াড়
- ছবি সংবাদদাতা প্রেরিত।


"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল"—এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের শহীদ জিয়া স্মৃতি সংসদ, ঘড়ি মার্কেট শাখার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ঘড়ি মার্কেট প্রিমিয়ার লিগ ২০২৫-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে, ঘড়ি মার্কেট সুপার স্টার দল ৪-১ গোলের ব্যবধানে ঘড়ি মার্কেট লিজেন্ডস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় এবং খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে জমজমাট পরিবেশ সৃষ্টি হয়।


ম্যান অব দ্য ম্যাচম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মো: শাকিব। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেরা গোলকিপার হন তন্ময়, যিনি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ ঘড়ি মার্কেট শাখার সভাপতি মনিরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন মায়ানী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তৌহিদ


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া এবং ছাত্রনেতা সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।


টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ ঘড়ি মার্কেট শাখার সদস্যবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


এ ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং সমাজ থেকে মাদকসহ অন্যান্য অবক্ষয়মূলক কর্মকাণ্ড দূর করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
শনিবার, ১৪ জুন ২০২৫, ১২.২৭ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ১৪ জুন ২০২৫, ১২.২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ