ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে র‌্যাব-৭ এর পৃথক অভিযানে ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শনিবার, ২১ জুন ২০২৫, ৩.০৩ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ জুন ২০২৫, ৩.০৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 538786 জন

  • নিউজটি দেখেছেনঃ 538786 জন
ফেনীতে র‌্যাব-৭ এর পৃথক অভিযানে ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- ছবি, ফেনীতে র‌্যাব-৭ এর পৃথক অভিযানে ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার।

 
ফেনীতে র‌্যাব-৭, চট্টগ্রামের পৃথক দুইটি অভিযানে শনিবার (২১ জুন) ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার দুই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইউসুফ (৩৫) ও মোঃ ইয়াছিন। র‌্যাব-৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুন ২০২৫ তারিখে ফেনী সদর মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে, র‌্যাব জানতে পারে ফেনী জেলার ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতির মামলার (মামলা নং-৫৬, তারিখ: ২৩.০৯.২০১৯, ধারা: ৩৯৯/৪০২ পেনাল কোড) ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইউসুফ অবস্থান করছে। পরে আনুমানিক সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফের পিতার নাম আব্দুল গোফরান, তার বাড়ি ফেনী সদর থানাধীন উত্তর বিরিঞ্চি গ্রামে।

দ্বিতীয় অভিযানে, ফেনী সদর থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় সিআর মামলা নং-১০১/২৫ (প্রসেস নং-৩৩৬/২৫, তারিখ: ১৫.০৬.২০২৫, ধারা: ৩২৩/৩০৭/৫০৬(২) পেনাল কোড) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইয়াছিনের অবস্থান শনাক্ত করে র‌্যাব। পরে দুপুর ১২টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোঃ ইয়াছিনের পিতার নাম মৃদ আব্দুল মালেক এবং তিনি ফেনীর ফুলগাজী থানাধীন উত্তর রবইয়া গ্রামের বাসিন্দা।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে ফেনী সদর থানা ও ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেফতারে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
শনিবার, ২১ জুন ২০২৫, ৩.০৩ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ জুন ২০২৫, ৩.০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ