ঢাকা
খ্রিস্টাব্দ

চমেক হাসপাতালে র‌্যাবের অভিযানে ১১ দালাল গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৫ জুন ২০২৫, ৯.২১ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৫ জুন ২০২৫, ৯.২১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 536895 জন

  • নিউজটি দেখেছেনঃ 536895 জন
চমেক হাসপাতালে র‌্যাবের অভিযানে ১১ দালাল গ্রেফতার
- ছবি সংবাদদাতা প্রেরিত।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালচক্র সক্রিয় রয়েছে। বুধবার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ২১ জন দালালকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।


অভিযান শেষে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান জানান, গ্রেফতার ২১ জনের বিষয়ে যাচাই-বাছাই করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন রয়েছে যাদের এর আগেও গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে।


চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। আমরাও হাসপাতাল দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। র‌্যাবের অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়। হাসপাতাল প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে উৎসাহিত করে। আমরা চাই, এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।  


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক বলেন, যে ২১ জনকে ধরা হয়েছে তাদের অপরাধের ধরন অনুযায়ী ১ থেকে ৩০ দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে।  অনেকে এর আগেও সাজা ভোগ করেছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | আরও
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ২৫ জুন ২০২৫, ৯.২১ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৫ জুন ২০২৫, ৯.২১ অপরাহ্ন