ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই

মহামায়া লেকে বিশেষ অভিযান: ৩৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
রবিবার, ২৯ জুন ২০২৫, ৮.০২ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৯ জুন ২০২৫, ৮.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 516226 জন

  • নিউজটি দেখেছেনঃ 516226 জন
মহামায়া লেকে বিশেষ অভিযান: ৩৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
- ছবি প্রতিনিধি প্রেরিত।


চট্টগ্রামের মিরসরাই উপজেলার পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত মহামায়া লেকে অবৈধ মাছ ধরা রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৮ জুন) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় করেরহাট অঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ এর সার্বিক দিক নির্দেশনায় মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ আল আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

টহলকালে মহামায়া লেকের দক্ষিন-পূর্ব পার্শ্বে ৫-৬ জনের একটি সঙ্গবদ্ধ দল অবৈধভাবে লেকে প্রবেশ করতে দেখা যায়। ইঞ্জিন বোটের শব্দ টের পেয়ে দুষ্কৃতিকারীরা বস্তা ভর্তি আনুমানিক ৩৫০০ মিটার দীর্ঘ অবৈধ কারেন্টজাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি।

অবৈধ কারেন্টজাল জব্দ করে তা মিরসরাই রেঞ্জ অফিসে হেফাজতে রাখা হয়েছে। পলাতক আসামিদের খুঁজে বের করে দ্রুত তাদের বিরুদ্ধে মামলা দাখিলের কার্যক্রম চলমান রয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার অভিযানে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আসামিদের দ্রুত চিহ্নিতকরণ ও আটকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এবং উদ্ধারকৃত কারেন্ট জাল জব্দ করার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
রবিবার, ২৯ জুন ২০২৫, ৮.০২ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৯ জুন ২০২৫, ৮.০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ