ঢাকা
খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 533891 জন

  • নিউজটি দেখেছেনঃ 533891 জন
ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ
ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরীসহ অতিথিবৃন্দ । ছবি : সংবাদদাতা প্রেরিত।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম- ২ এর সহযোগিতায়, ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা।


দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুরুল হুদা। বিচারকের দায়িত্ব পালন করেন, সমবায় অফিসার মো. শহীদ ভুঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো.শফি উল্লাহ, বিআরডিবি’র প্রকল্প কর্মকর্তা আলী নুর মিয়াজী।


সৈয়দা নাসরিন আক্তার কেমির সঞ্চালনায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উ:বি:, ধূরুং খুলশী লায়ন্স উ:বি:, ধর্মপুর বহুমুখী উ:বি:, হারুয়ালছড়ি উ: বি:। এতে ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উ: বি: চ্যাম্পিয়ন ও হারুয়ালছড়ি উ:বি: রানার্সআপ হয়। পুরষ্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ অতিথি মণ্ডলী।


বক্তারা বলেন, এই বিতর্ক প্রতিযোগিতার সবচেয়ে বড় বিশেষত্ব হলো- বিবেক জাগ্রত করার শিক্ষা। সৎভাবে চলার অনুশীলন কেন্দ্র। এর মাধ্যমে বিবেক, নৈতিকতা, সততা ও সত্যিকারের মানুষ হওয়ার সিঁড়িতে আরোহণ করতে সাহায্য করবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১.৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ