ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকায় শপিংমল ও এলাকাভিত্তিক নিরাপত্তায় ৫০০ পুলিশ সহায়ক নিয়োগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৪.৫২ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৪.৫২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1007915 জন

  • নিউজটি দেখেছেনঃ 1007915 জন
ঢাকায় শপিংমল ও এলাকাভিত্তিক নিরাপত্তায় ৫০০ পুলিশ সহায়ক নিয়োগ
- ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তাব্যবস্থার দায়িত্ব পালনে ৫০০ জন পুলিশ সহায়ক নিয়োগ দেওয়া হবে।


শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তাব্যবস্থার দায়িত্বে অভিজ্ঞ ব্যক্তিদের এক মাসের জন্য পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হবে। প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থায় সহায়ক হিসেবে এক মাসের জন্য এই নিয়োগ।


পুলিশের মতো কাজ করবেন পুলিশ সহায়কেরা, অপরাধী গ্রেফতারের ক্ষমতাও দেওয়া হবে মর্মে ডিএমপি কমিশনার জানান, এই পুলিশ সহায়করা পুলিশদের মতো কাজ করবেন এবং যেকোনো অপরাধীকে গ্রেফতার করার ক্ষমতা পাবে। তারা হাতে একটি ব্যাজ পাবেন এবং পুলিশদের মতো ক্ষমতা প্রয়োগ করবেন।


হামলার শিকার হলে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের হবে বলে কমিশনার আরও জানান, যদি পুলিশ সহায়কদের কেউ অপরাধী ধরতে গিয়ে হামলার শিকার হন, তবে তাকে পুলিশ অ্যাসল্ট হিসেবে বিবেচনা করা হবে এবং মামলা দায়ের করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৪.৫২ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৪.৫২ অপরাহ্ন