জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ রবিবার (১৬ মার্চ) হালিশহর থানা যুবদলের উদ্যোগে হালিশহর বড়পুল মোড়ে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় যুবদল নেতা মুহাম্মদ শাহেদ বলেন, রমজান মাস আত্মসংযম এবং ইবাদতের সময়। এই পবিত্র মাসে আমাদের উচিত সমাজের হতদরিদ্র এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করা। অসহায়দের সহায়তা করা আমাদের মানবিক দায়িত্ব। এমন মানবিক কাজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং দরিদ্রদের জীবনে আনন্দ ও আশা নিয়ে আসে।
এসময় তিনি বলেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে মানুষের ভোট নেওয়ার দিন শেষ। ভালবাসা ও উদারতা দিয়ে মানুষের মন জয় করে আগামী নির্বাচনে বিজয়ী হতে হবে। পলাতক খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে অসহায় গরীব শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো দল মত নির্বিশেষে আমাদের সবার নৈতিক দায়িত্ব। যুবদলের নেতাকর্মী সহ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম এ গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, হালিশহর থানা যুবদলের সাবেক আহবায়ক মোশাররফ আমিন এবং সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু, জহিরুল ইসলাম জহির -সহ হালিশহর থানা যুবদল ও ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ।