ফেনীর ফুলগাজীতে বাস চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার কলাবাগান নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী নাম তাসিন উদ্দিন সে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাড়ি সদর ইউনিয়নের কিসমত বিজয়পুর গ্রামে।
জানাযায়, সকাল ১০টার দিকে প্রাইভেট শেষে সাইকেলে করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে ফেনী থেকে পরশুরামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফুলগাজী থানা পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়,পাশাপাশি বাসটিকে আটক করে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ ঘটানার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি মর্গে পাঠানো হয়েছে আইনানুগ প্রক্রিয়া শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।