মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে ভারত—এমনটাই জানাল ভারতের সরকারি সূত্র। সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন, রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতকে দিতে হবে ‘জরিমানা’। সেইসঙ্গে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।
এই অবস্থায় মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইম্স’-এর এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না ভারত। ভারতের উচ্চপদস্থ দুই সরকারি আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রের নীতিতে কোনও পরিবর্তন হয়নি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে তেল কেনা বন্ধের কোনও নির্দেশও দেওয়া হয়নি।
তবে *রয়টার্স*-এর একটি প্রতিবেদন দাবি করে, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম ও ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড গত এক সপ্তাহ ধরে রাশিয়া থেকে খনিজ তেল কেনা স্থগিত রেখেছে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল এই দাবি খারিজ করে দিয়ে বলেন, “আমরা আমাদের জ্বালানি চাহিদা পূরণ করি বাজার পরিস্থিতি ও জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে।”
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত এতদিন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির মতো পশ্চিম এশিয়ার দেশগুলির উপর নির্ভর করত। কিন্তু সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমি নিষেধাজ্ঞার আবহে রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি শুরু করে নয়াদিল্লি। ২০২৩ সালে ভারতের তেল আমদানির ৩৫ শতাংশই ছিল রাশিয়া থেকে।
পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের জুন মাসেও রাশিয়া থেকে প্রতিদিন ২০.৮ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারতের শোধনাগারগুলি। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই এগোচ্ছে ভারত, এমনই স্পষ্ট ইঙ্গিত দিল সরকারি মহল।