ঢাকা
খ্রিস্টাব্দ

‘মুখ যেন তার মেশিনগান’, নিজের প্রেস সচিবকে নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১১.২৭ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১১.২৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 355231 জন

  • নিউজটি দেখেছেনঃ 355231 জন
‘মুখ যেন তার মেশিনগান’, নিজের প্রেস সচিবকে নিয়ে  ট্রাম্পের ব্যঙ্গ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছেন। তবে উচ্ছ্বসিত এ প্রশংসাতেও তিনি এমন অদ্ভুত শব্দ আর উপমা ব্যবহার করেছেন যা নিয়ে রীতিমতো হাস্যরস সৃষ্টি হয়েছে। শুক্রবার নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ক্যারোলিনের প্রশংসা করে বলেন, ক্যারোলিন একজন তারকায় পরিণত হয়েছেন। তার মুখ, মস্তিষ্ক ও ঠোঁট যেভাবে নড়ে যেন মেশিনগান চলছে।


ট্রাম্প আরও বলেন, তিনি একজন দুর্দান্ত মানুষ। আমার মনে হয় না তার চেয়ে ভালো প্রেস সচিব আর কেউ পেয়েছে। তিনি অসাধারণ। ২৭ বছর বয়সী ক্যারোলিন ট্রাম্পের পঞ্চম প্রেস সচিব। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ক্যারোলিনকে এ দায়িত্ব দিয়েছেন।


গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ক্যারোলিনও প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন। তিনি দাবি করেন, ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে গড়ে অন্তত একটি করে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে সাহায্য করেছেন। এ কারণে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। যদিও সেটার সময় আরও আগেই শেষ হয়ে গেছে। 

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প বলেছিলেন কয়েকদিনের মধ্যে রাশিয়া-ইউক্রেন ও হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও এখনো তিনি চূড়ান্ত সফলতার মুখ দেখেননি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১১.২৭ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১১.২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ