ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে বৈষ্ণব চূড়ামণি মা নয়নমণির আগমন ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 335144 জন

  • নিউজটি দেখেছেনঃ 335144 জন
বোয়ালখালীতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে বৈষ্ণব চূড়ামণি মা নয়নমণির আগমন ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত
- ছবি সংবাদদাতা প্রেরিত।


বোয়ালখালীতে সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ের কচুয়া থেকে আগত পরম বৈষ্ণব চূড়ামণি মা নয়নমণির আগমনে ভারত উপমহাদেশে অবস্থানরত শ্রীধাম বৃন্দাবনের ব্রজবাসী সাধু নরুত্তম দাসের নির্দেশনায় এক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ই আগষ্ট) বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে ছন্দারিয়া গ্রামে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ভাইপো মৃদুল দাসের বাড়িতে এই মহান আধ্যাত্মিক পরম বৈষ্ণব মা নয়নমণির আগমন হয়। 


এ উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল - ভোগ আরতি, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শ্রীকৃষ্ণের লীলা কথা, ও গ্রাম বাংলার বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় ভজন ও সংগীত। এতে নাম কীর্ত্তন পরিবেশন করেন গোঠের রাখাল সম্প্রদায়ের পরিচালক নান্টু দাস, মিন্টু দাস, কালিপদ দাস, সুরুঞ্জন দাস, হরিদাস সাধু সহ অনেকেই।


উল্লেখ্য চট্টগ্রামের মিরসরাইয়ের কচুয়ায় শ্রীধামে অবস্থানরত এই মহান বৈষ্ণবী মা নয়নমণির অনেক অলৌকিক ঘটনার স্বাক্ষী হাজার হাজার নরনারী ও ভক্ত বৃন্দ। এদিন বোয়ালখালীতে সরেজমিনে দেখা যায় এর কিছু বাস্তব চিত্র।  


নাম কীর্ত্তন শেষে দুপুর ১২টায় আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে অনেক সনাতনী ভক্তবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় উৎসব অঙ্গন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | আরও
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী উপজেলা
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন