ঢাকা
খ্রিস্টাব্দ

নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তোফাজ্জল হোসেন তুহিন | সংবাদদাতা
নাগরপুর (টাঙ্গাইল)
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১.১৭ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১.১৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 187269 জন

  • নিউজটি দেখেছেনঃ 187269 জন
নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- ছবি সংবাদদাতা প্রেরিত।


টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা বিএনপি এ আনন্দ র‌্যালীর আয়োজন করে। এ উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হন। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে নাগরপুর সরকারি কলেজ থেকে বিশাল আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নাগরপুর সদর বাজার ও উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে কলেজ মাঠের আলোচনা সভায় মিলিত হয়। 


র‌্যালীতে নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, মো. তোফায়েল মোল্লা, শিব শংকর সূত্রধর, সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু, মো. শরিফ উদ্দিন আরজু, এ্যাড. ইকবাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান আতিক, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সাবেক যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে যে কোন ধরনের চক্রান্ত বিএনপি রুখে দিবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, আগামী ২৬ সালের ফের্রুয়ারীতে নির্বাচন দিতে হবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তোফাজ্জল হোসেন তুহিন | সংবাদদাতা
নাগরপুর (টাঙ্গাইল)
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১.১৭ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১.১৭ পূর্বাহ্ন