ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে দীর্ঘ আইনি লড়াই শেষে ইউপি সদস্য খোকন মিয়া’র শপথ পাঠ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা)
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১.২২ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 196812 জন

  • নিউজটি দেখেছেনঃ 196812 জন
তিতাসে দীর্ঘ আইনি লড়াই শেষে ইউপি সদস্য খোকন মিয়া’র শপথ পাঠ
- ছবি সংবাদদাতা প্রেরিত।


কুমিল্লার তিতাস উপজেলায় সাড়ে তিন বছরের বেশি সময় আইনি লড়াইয়ে জয়ী হয়ে শপথ নিয়েছেন এক ইউনিয়ন পরিষদের সদস্য। বুধবার উপজেলার জগতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নম্বর ওয়ার্ডের সদস্য খোকন মিয়াকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।


খোকন মিয়া ২০২১ সালের নভেম্বরে ওই ওয়ার্ড থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. নুরুল ইসলাম।


তখন নুরুল ইসলাম ৩০১ ভোট এবং তাহার নিকটতম প্রতিদ্বন্ধি মো. খোকন মিয়া ২৯৭ ভোট পেয়েছিলেন। উক্ত ফলাফলের উপর ভিত্তি করে মো. নুরুল ইসলামকে উক্ত ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।


পরে ফলাফল কারচুপির অভিযোগ এনে ওই বছর নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন খোকন মিয়া। দীর্ঘ শুনানীর পর নির্বাচন ট্রাইব্যুনাল প্রায় দুই বছর পর ভোট পুনঃগগনা করেন। এতে মো. খোকন ২৯৭ ভোট এবং নুরুল ইসলাম ২৯৬ ভোট পেয়েছে।


এরপর সংশোধনী বিজ্ঞপ্তি মাধ্যমে গত বছরের ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশিত হয়। এদিকে নুরুল ইসলাম আপিল করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়।


হাইকোর্টের রায়ও খোকন মিয়ার পক্ষে আসে। হাইকোর্ট নির্বাচন ট্রাইব্যুনালের রায় বহাল রাখায় খোকন মিয়াকে শপথ বাক্য পাঠ করানো হয়ছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।


আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে মো. খোকন মিয়া বলেন, “আমি ন্যায়বিচারে বিশ্বাসী ছিলাম। দীর্ঘ অপেক্ষার পর জনগণের প্রতিনিধি হিসেবে শপথ নিতে পেরে আমি আনন্দিত।” আমার জন্য সবাই দোয়া করবেন আমার আমার উপর অর্পিত দায়িত্ব যেনো আমি সঠিক ভাবে পালন করতে পারি। 


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, আদালতের রায়ের ভিত্তিতে খোকন মিয়াকে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা)
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১.২২ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১.২২ পূর্বাহ্ন